কপোত নবী, নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল মাদক বিরোধী অভিযান চালিয়ে ৯৩ লিটার চোলাইমদসহ ২ জনকে গ্রেপ্তার করেছে।
১৩ অক্টোবর মঙ্গলবার সকাল ৭ টার দিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার মুক্তাশা হলপাড়ার উৎসব কমিউনিটি সেন্টারের সামনে অভিযানটি চালানো হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পুরাতন বাজারের মৃত মোগল ও মৃত আলিয়া বেগমের ছেলে আলমগীর হোসেন ওরফে ডালিম (৩৮) ও একই উপজেলার মুক্তাশাহল পাড়ার মৃত কালীপদ দাস ও শ্রীমতি বালারাণীর ছেলে শ্রী সুনিল দাস (৩৬)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডালিম ও সুনিল মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় মাদকদ্রব্য দ্রব্য আইনে একটি মামলা রুজু করা হয়েছে।