নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে করোনা ভাইরসে আক্রান্ত হয়ে এনামুল (৬৩) নামের আরো একজনের মৃত্যু হয়েছে। তিনি চাঁপাইনববগঞ্জ পৌর এলাকার প্রফেসরপাড়ার বাসিন্দা ছিলেন।
সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী বলেন, জ্বর, সর্দি-কাশি ও শ্বাস কষ্ট নিয়ে গত ১১ আগস্ট এনামুল সদর হাসতপালের করোনা ইউনিটে ভর্তি হন। ১২ আগস্ট তার নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়। ১৮ আগস্ট তার করোনা পজিটিভ প্রতিবেদন আসে এবং বৃহস্পতিবার দুপুর ২ টায় তিনি মৃত্যু বরণ করেন।
অপরদিকে গত দুই দিনে আরো ৩২ জন করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। এর মধ্যে নতুন করে ২৫ জন এবং দ্বিতীয়বার নমুনা পরীক্ষায় ৭ জনের পজিটিভ প্রতিবেদন আসে। তবে এই সংখ্যা কমবেশি হতে পারে বলে সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানিয়েছেন।
গত বুধবার ও গতকাল বৃহস্পতিবার রাজশাহী মেডিকেল কলেজের ল্যাব থেকে এই রিপোর্ট আসে বলে তিনি জানান। তিনি আরো জানান, বুধবার মোট ৭২ জনের প্রতিবেদন আসে।