চাঁপাইনবাবগঞ্জে সোমবার (১৭’আগষ্ট) নতুন করে ২২ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। এতে জেলায় শনাক্ত সংখ্যা বেড়ে ৬১৯ জনে দাঁড়িয়েছে।
সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী রাত ৯টায় জানান. রাজশাহী মেডিক্যাল কলেজ ল্যাব থেকে আসা ৮৮ নমুনার ফলাফলে ২২ জন পজিটিভ হন। এদের মধ্যে ১২ জন সদর,৫ জন শিবগঞ্জ,১ জন গোমস্তাপুর ও ৪ জন ভোলাহাটের বাসিন্দা।
সিভিল সার্জন বলেন,জেলাব্যাপী গত রোববার(১৬’আগষ্ট) পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৯৭ জন। সোমবার রাত ৯টা পর্যন্ত জেলায় মারা গেছেন ১০ জন। ফলে জেলায় এখন চিকিৎসাধীন কোভিড-১৯ আক্রান্ত রোগী ২১২ জন।
সূত্র : বিডিলাইভ২৪