নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনববাব গঞ্জের আরও ২৭ জনের নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা ২৭ জন। রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে বুধবার এই ২৭ জন শনাক্ত হন।
রামেকের ভাইরোলজি বিভাগের প্রধান ডা. সাবেরা গুলনাহার জানান, চাঁপাইনবাবগঞ্জের ৭২টি নমুনা পরীক্ষা করে ২৭ জনের রিপোর্ট পজিটিভ পাওয়া গেছে।
চাঁপাইনবাবগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা এখন ৬৪৬ জন। এ জেলায় ইতোমধ্যে সুস্থ হয়েছেন ৩৯৮ জন আর নারীসহ মারা গেছেন ১১ জন।