নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল দৈনিক জনতার কথা পত্রিকার উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০ টার দিকে জেলা শহরের বিশ্বরোড মোড়ে দৈনিক জনতার কথা পত্রিকার নিজস্ব কার্যালয়ে এ সভা হয়। পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, দৈনিক জনতার কথা পত্রিকার প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, উপদেষ্টা ও গ্রামীণ ট্র্যাভেলস’র চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মোখলেসুর রহমান, আইন উপদেষ্টা ড. মো. তসিকুল ইসলাম, সদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. নজরুল ইসলাম, উপদেষ্টা জেলা পরিষদ সদস্য আব্দুল হাকিম।
আরও উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর মো. মতিউর রহমান, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মো. আহসান হাবিব, বে-সরকারি উন্নয়ন সংস্থা-বিসিফ’র চেয়ারম্যান কামাল উদ্দিন, উপ-পরিচালক জহরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আশরাফুল হক বাবু, স্টাফ রিপোর্টার আলমগীর হোসেনসহ উপদেষ্টা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় বক্তারা বলেন, দৈনিক জনতার কথা পত্রিকা ২০১৯ সাল থেকে অনলাইনে আছে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সংবাদ মাধ্যমের দায়িত্ব পালন করবে জনতার কথা। মূল লক্ষ্য দেশ, মাটি ও মানুষের জন্য কাজ করা।
সরকারের উন্নয়ন ও নাগরিক সাংবাদিকতাকে গুরুত্ব দিয়ে দেশের সার্বিক উন্নয়নে কাজ করবে জনতার কথা। সভায় খুব শীগ্রই প্রিন্ট সংস্করণে যাওয়ার লক্ষ্যে বিভিন্ন করণীয় নিয়ে সভায় আলোচনা করা হয়। পত্রিকাটিতে তরুণ যুবাদের সমন্বয়ে একঝাঁক কর্মঠ জেলা ও নিজস্ব প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করছেন।