নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ: জাতীয় রিকশা ভ্যান শ্রমিক লীগ ও অটো রিকশা শ্রমিক লীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ অক্টোবর শুক্রবার রাতে পৌর এলাকার হুজরাপুরে সভাটি হয়।
এতে সভাপতিত্ব করেন, অটোরিকশা শ্রমিক লীগ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি মো. জিয়াউর রহমান জিয়া।
মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহা. আতিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও আসন্ন পৌরসভা নির্বাচনে ১৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী লেনিন প্রামাণিকসহ জাতীয় রিকশা ভ্যান শ্রমিক লীগ ও অটো রিকশা শ্রমিক লীগের অন্য সদস্যবৃন্দ।
সভায় জাতীয় রিকশা ভ্যান শ্রমিক লীগ ও অটো রিকশা শ্রমিক লীগের নেতৃবৃন্দকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করার আহবান জানান প্রধান অতিথি আতিকুল ইসলাম। –কপোত নবী।