নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের পৃথক তিনটি অভিযানে ১টি ওয়ান শুটার গান,১ রাউন্ড গুলি, ৭০ বোতল ফেনসিডিল ও ৭ গ্রাম হেরোইনসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে, শিবগঞ্জ উপজেলার দৌলতপুর মোল্লাপাড়া, মডেল স্কুলের মোড়ের শফিকুল ইসলামের ছেলে মো. সামিউল আলম ওরফে শয়ন (৩২), একই উপজেলার নামো চাকপাড়া এলাকার মৃত ইসমাইল বাহাদুরের ছেলে মো. সেলিম (২৫), একই উপজেলার নামো জগন্নাথপুর ঘুঘু ডাঙ্গার মো. মজিবুর রহমানের ছেলে রিয়াজুদ্দীন ওরফে এজারুল (২৩) ও মো. শামসুল হকের ছেলে মোশাররফ হোসেন ওরফে বাবু (২৭)।
জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ ওসি মো. আলহাজ্ব বাবুল উদ্দিন সরদার মাদক ও অস্ত্রসহ ৪ জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। এসআই আবু আব্দুল্লাহ জাহিদ পিপিএম, এসআই অনুপ কুমার সরকারসহ সঙ্গীয় ফোর্স অভিযানগুলো চালায়।
জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নয়াগোলা মোড়ে ছিনতাই করার চেষ্টা করে শয়ন নামে এক ব্যক্তি। এ সময় ধরা পড়ে সে। পরে তার দেহ তল্লাশী করে ১টি ওয়ান শ্যুটার গান এবং ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
অপরদিকে নামো চাকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তার উপর থেকে ৭ গ্রাম হেরোইনসহ সেলিমকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
আরেক অভিযানে শিবগঞ্জের দাদনচক হল মোড় থেকে ৭০ বোতল ফেনসিডিলসহ মোশাররফ ও এজারুলকে হাতেনাতে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। ২৮ আগস্ট শুক্রবার দুপুর ১২টা, বিকেল ৫টা ও রাত ৮টার দিকে অভিযানগুলো পরিচালনা করা হয়। শনিবার আসামীদের বিরুদ্ধে ৩টি মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। – কপোত নবী।