ads
বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের পৃথক অভিযানে হেরোইন, ইয়াবা ও গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২০
  • ৩০ বার পঠিত

স্টাফ রিপোর্টার, কপোত নবী : চাঁপাইনবাবগঞ্জে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের পৃথক তিনটি অভিযানে ১হাজার ৪০০পিস ইয়াবা ট্যাবলেট, ১৫০ গ্রাম হেরোইন ও ৭৫ বোতল ফেনসিডিলসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হুজরাপুর প্রান্তিক পাড়ার মৃত আবু বক্করের ছেলে সেন্টু (২৫), সদর উপজেলার কোদালকাঠি মধ্যচর এলাকার মৃত হাসেন আলীর ছেলে শহীদুল ইসলাম (২৮) এবং শিবগঞ্জ উপজেলার রাধানগর গ্রামের আলমের ছেলে মিলন (৩৫)।

জেলা গোয়েন্দা শাখার ওসি আলহাজ্ব বাবুল উদ্দিন সরদার হেরোইন, ইয়াবা ও গাঁজাসহ ৩ জন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামীরা বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

ওসি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১ অক্টোবর শুক্রবার দুপুর পৌণে ১২ টা, দুপুর ২ টা ও বিকেল সাড়ে ৩ টায় অভিযানগুলো চালানো হয়।

এসআই অনুপ কুমার সরকার, এসআই মশিউর রহমানসহ ডিবি পুলিশের সঙ্গীয় ফোর্স শিবগঞ্জ উপজেলার বালুটুঙ্গী বাজার থেকে ৭৫ বোতল ফেনসিডিলসহ মিলনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

আরেক অভিযানে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের দূর্লভপুর নদীঘাট থেকে ১৫০ গ্রাম হেরোইনসহ শহিদুলকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জকে সদর উপজেলার আতাহির বাজার থেকে ১ হাজার ৪০০ পিস ইয়াবাসহ সেন্টুকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ তিনটি ঘটনায় থানায় ৩ টি মামলা রুজু করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102