ads
শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৪৮ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে পুলিশ ও ডিবি পুলিশের যৌথ অভিযানে ৩ ধর্ষক ও হত্যাকারী গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২০
  • ১৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার রাঙ্গামাটিয়া বিলের ধানক্ষেত থেকে মাথা বিচ্ছিন্ন শ্যামলী ওরফে কাঁদুনি (৪৫) হত্যার একদিন পরেই রহস্য বের করেছে পুলিশ ও ডিবি। গ্রেপ্তারও হয়েছেন ৩ জন।

বৃহস্পতিবার আটক ৩ নং আসামী মুনসর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মুলক জবানবন্দি দিয়েছে দোষ স্বীকার করে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জাক্কার ও মফিদুল সহিরুলকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ রিমান্ডের আবেদন করা হয়েছে। ৩ জনকে পরে জেলহাজতে প্রেরণ করা হয়।

গ্রেপ্তারকৃত আসামীরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বালুটুঙ্গী গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে জাক্কার (৪০), একই গ্রামের মিয়ার উদ্দিনের ছেলে মুনসুর আলী (৪০) ও মুশরীভুজা গ্রামের আ. করিমের ছেলে মফিদুল সহিরুল (৩৫)।

ভোলাহাট থানার অফিসার ইনচার্জ ওসি মো. মাহবুবুর রহমান বলেন, গত বুধবার রাতে পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব বিপিএম পিপিএম (বার) এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (গোমস্তাপুর সার্কেল) মো. জাহিদুর রহমানের নেতৃত্বে পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের এসআই আবু আব্দুল্লাহ জাহিদ পিপিএম এর নের্তৃত্বে সঙ্গীয় ফোর্স এবং ভোলাহাট থানা পুলিশ খুনের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে বিভিন্নস্থানে অভিযানে নামে।

অভিযানে খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ ও ডিবি পুলিশের সদস্যরা। ওসি মাহবুবুর রহমান আরও জানান, হত্যকারীরা ওই মহিলাকে পেয়ারা বাগানের টংঘরে ধর্ষণ করে। পরে ধানক্ষেতে নিয়ে খুন করে মাথা বিচ্ছিন্ন করে অনুমান ২০ হাত দূরে ফেলে দেয়।

উল্লেখ্য, গত ১৭ আগস্ট চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার রাঙ্গামাটিয়া বিলের ধানক্ষেত থেকে শ্যামলী ওরফে কাঁদুনি (৪৫) নামের ওই নারীর মাথা বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত নারী ভোলাহাট উপজেলার ঘাইবাড়ি গ্রামের মৃত এন্তাজ আলীর মেয়ে। -কপোত নবী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৪
  • ১২:১৬
  • ১৬:১১
  • ১৭:৫১
  • ১৯:০৬
  • ৬:৩৭
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102