নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে ৭৪টি বৃক্ষরোপণ, মসজিদে দোয়া মাহফিল ও পথশিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ ছাত্রলীগ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি আরিফুর রেজা ইমনের নির্দেশনায় ও সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দর উপস্থিতিতে জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে।
২৮ সেপ্টেম্বর রোববার সকাল ১১ টার দিকে নবাবগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণের বিভিন্নস্থানে ৭৪ টি গাছ লাগিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন স্মরণীয় করে রাখা হয়।।
পরে বাদ জোহর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও বাংলাদেশের মঙ্গলকামনা করে মসজিদে দোয়া করা হয়। শেষে পৌর এলাকার বিভিন্ন মোড়ে মোড়ে অসহায় মানুষ ও পথশিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দ, সহ-সভাপতি সাব্বির আহমেদ, আনোয়ার হোসেন, ফয়সাল আহমেদ, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ, ইউসুফ আলী, আব্দুল আওয়াল তুষার।
আরও উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুজ্জামান মাসুম, সোহান, রহিম, নীরব, জিন্নাহসহ জেলা ছাত্রলীগ ও পৌর ছাত্রলীগের শতাধীক নেতৃবৃন্দ। – কপোত নবী।