নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর সভার ষ্টেশনপাড়ায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ২টি বিদেশী পিস্তল, ১টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান ২টি ম্যাগজিন, ৫ রাউন্ড পিস্তলের গুলি, ১ হাজার ৪৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ১ জন শীর্ষ মাদক ও অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামী হচ্ছে, শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদীঘি মেম্বারপাড়া গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে মো. জসিম উদ্দিন (৩২)।
র্যাব সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ অবৈধ অস্ত্র মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় গোমস্তাপুর থানায় ১টি নিয়মিত মামলা রুজু করা রয়েছে।- কপোত নবী।