নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে র্যাব-৫ এর চলমান মাদকবিরোধী অভিযানে ৮৭ বোতল ফেনসিডিলসহ জালাল উদ্দীন (২৬) নামে ১ যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত জালাল নওগাঁ জেলায় বাহাদুবপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড লতিফপুরের মৃত মঈনুদ্দীন ও মৃত অজিদা খাতুনের ছেলে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ১৪ নভেম্বর শনিবার সন্ধ্যা সোয়া ৭ টার দিকে চাঁপাইনবাবগঞ্জের ৪ নং বারোঘরিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের লক্ষিপুর চৌমুহনি মোড়ে অভিযান পরিচালনা করে ৮৭ বোতল ফেনসিডিলসহ জালালকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জালাল ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় সদর মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে। – কপোত নবী।