নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের শাহীবাগ তরুন সংঘ আয়োজিত শেখ রাসেল স্মৃতি মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে অনুষ্ঠানে শাহীবাগ কল্যাণ পরিষদের সভাপতি আলহাজ্ব মসিউল করিম বাবু সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবলীগের সভাপতি ও আসন্ন পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী মেয়র প্রার্থী আলহাজ্ব সামিউল হক লিটন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আব্দুল হাকিম, জেলা ছাত্রলীগ সভাপতি আরিফুর রেজা ইমন।
আরও উপস্থিত ছিলেন, সাবেক যুবলীগ নেতা জসিম মন্ডল, সফিকুল ইসলাম, রাজু আহমেদ, ৬ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি রাকিব উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। খেলায় শাহীবাগ তরুণ সমাজ ৫ রানে আজাইপুর অচিন পাখি ক্রিকেট দলকে হারিয়ে চাম্পিয়ন হয়।- কপোত নবী।