নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও স্বেচ্ছাসেবক লীগ নেতা ফায়জার রহমান কনকের নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল হয়েছে। পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি সরকারি কলেজের সামনে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চের কাছে পথ সভায় মিলিত হয়।
বৃহস্পতিবার রাত ৯টায় অনুষ্ঠিত পথ সভায় বক্তব্য দেন, বাংলাদেশ কৃষকলীগ, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মো. রুহুল আমিন।
প্রতিবাদ মিছিল ও সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষকলীগ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মো. রুহুল আমিন রাসেল, বাংলাদেশ মৎস্যজীবী লীগ, চাঁপাইনবাবগঞ্জ শাখার যুগ্ম আহ্বায়ক মিনার আহমেদ।
আহবায়ক কমিটির সদস্য সৈয়দ আজরফ হোসেন অন্তু, মো. ইমরান খান, ডালিম রানা, কৃষকলীগ নেতা জহিরুল ইসলাম জহির, বিশাল খান, সাবেক ছাত্রলীগ নেতা সাঈদ হোসেন নাবিল, রাব্বি, রকিসহ অন্যান্য নেতা কর্মীগণ।
রাজধানী ঢাকায় শাহবাগ, মতিঝিল ও গুলিস্তানে কয়েকটি গাড়িতে বিএনপির অগ্নিসংযোগের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবেই চাঁপাইনবাবগঞ্জে প্রতিবাদ মিছিলটি অনুষ্ঠিত হয়।
এতে বক্তাগণ রাজধানী ঢাকায় শাহবাগ, মতিঝিল ও গুলিস্তানে কয়েকটি গাড়িতে বিএনপির অগ্নিসংযোগের জন্য তীব্র প্রতিবাদ জানান এবং দোষীদের বিচারের জোর দাবী জানান।- কপোত নবী।