স্টাফ রিপোর্টার, কপোত নবী : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চন্দ্র নারায়নপুর থেকে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জনকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশের একটি দল।
গ্রেপ্তারকৃত আসামী হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চন্দ্রনারায়নপুর গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে মো. হুমায়ন কবির (৫২)।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো. মোজাফফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২ অক্টোবর শুক্রবার দুপুর ১ টার দিকে এসআই আমির সোহেলসহ সঙ্গীয় ফোর্স চন্দ্রনারায়নপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭০০ পিস ইয়াবাসহ কবিরকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব বিপিএম পিপিএম বার এর নির্দেশনায় জেলায় পুলিশের মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে বলেও জানান ওসি মোজাফফর হোসেন।