নোয়াখালী চাটখিলে শরীফ বাহিনীর প্রধান শরিফের বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার ভোরে চাটখিলের নোয়াখোলা ইউনিয়নে এ ঘটনা ঘটে। ধর্ষণের ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
অভিযুক্ত শরিফ ওই প্রবাসীর বাড়িতে প্রবেশ করে তার স্ত্রীকে ধর্ষণ করেন বলে জানা গেছে। এ ঘটনায় শরীফকে এখনো আটক করা সম্ভব হয়নি।
চাটখিল থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।