নোয়াখালীর চাটখিলে ধর্ষণের অভিযোগে আবদুর রহমান প্রান্ত (২০) নামের এক মাদরাসা ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রান্তকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
প্রান্ত মোহাম্মদপুর আনোয়ার আলী মাদরাসার ছাত্র এবং উপজেলার বানসা গ্রামের পূর্বপাড়া খান বাড়ির গোলাম মোস্তফার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে কামালপুর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের সময় প্রান্তকে স্থানীয় লোকজন হাতে নাতে ধরে আটক করে রাখে। পরে সকালে তাকে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে।
এ ব্যাপারে চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, এ ব্যাপারে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে।