চাল চুরির মিথ্যাচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে প্রতিবাদ জানিয়েছেন শ্রীমঙ্গল উপজেলার ৪নং সিন্দুরখান ইউপির ২নং ওয়ার্ড সদস্য মো. মোছাব্বির মিয়া।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২২ সেপ্টেম্বর স্থানীয় ডোবাগাও গ্রামের শাহজাহান মিয়া ও আরজু মিয়া নামে খাদ্যবান্ধব কর্মসূচির তালিকাভুক্ত দুই উপকারভোগী সংবাদ সম্মেলন করে চাল না পাওয়ার যে অভিযোগ করেছেন, তা মিথ্যা ও ভিত্তিহীন।
সোমবার দুপুরে ৪নং সিন্দুরখান ইউপি চত্তরে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, সরকারি কর্মসূচির এই চাল বিতরণের দায়িত্ব সংশ্লিষ্ট ডিলারের।
ইউপি সদস্য মোছাব্বির মিয়া সংবাদ সম্মেলনে মিথ্যাচারের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ‘আামার নির্বাচনী প্রতিপক্ষ আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, স্থানীয় জালাল উদ্দিন, বদরুল ইসলাম সোহেল, বজলুল হোসেন, ইউসুফ আলী, তোয়েল আহমেদ, নজরুল ইসলাম। এসময় খাদ্যবান্ধব কর্মসূচির তালিকাভুক্ত শতাধিক উপকারভোগী উপস্থিত ছিলেন।