ময়মনসিংহের তারাকান্দা উপজেলার রামপুর ইউনিয়নে তিন বছরের এক শিশু মেয়ে ধর্ষণের শিকার হয়েছে। গত রোববার বিকেলে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় পরদিন সোমবার রাতে তারাকান্দা থানায় মামলা করেন শিশুটির বাবা। পুলিশ শিশুটিকে উদ্ধার করে গতকাল মঙ্গলবার ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
মামলার বিষয়টি নিশ্চিত করে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, রামপুর ইউনিয়নের তিন বছর বয়সী ওই শিশু গত রোববার বিকেলে বাড়ির পাশে খেলাধুলা করছিল। তখন তাকে চিপসের লোভ দেখিয়ে বাড়ির পাশে একটি স্থানে নিয়ে ধর্ষণ করেন প্রতিবেশীর বখাটে ছেলে জাহাঙ্গীর। মেয়েটির বাবা পরদিন সোমবার সকালে জাহাঙ্গীরের বাবা হাসিম উদ্দিনকে জানালে তিনি গুরুত্ব না দিয়ে উল্টো বিভিন্ন হুমকি দেন। এ অবস্থায় ওই দিন রাতে জাহাঙ্গীরকে আসামি করে তারাকান্দা থানায় মামলা করে শিশুর পরিবার।
ওসি জানান, ঘটনার পর থেকে আসামি জাহাঙ্গীর পলাতক। তাঁকে গ্রেপ্তার করতে পুলিশি অভিযান অব্যাহত আছে।