নীলফামারীর চিলাহাটি ও ভারতের হলদিবাড়ি রুটে পরীক্ষামূলকভাবে ট্রেনের ইঞ্জিন চালানো হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে চিলাহাটি থেকে বাংলাদেশ রেলওয়ের একটি ইঞ্জিন ভারতের হলদিবাড়ি স্টেশনে পৌঁছায়। ইঞ্জিনটি দুই দেশের শুন্য রেখায় পৌঁছালে ভারতের উত্তর-পূর্ব রেলওয়ের প্রধান প্রকৌশলী প্রবীণ কুমার দে, উপ-প্রধান প্রকৌশলী ভি কে মিনা ও জেষ্ঠ যান্ত্রিক প্রকৌশলীসহ ভারতীয় রেলওয়ের কর্মকর্তারা তাদের স্বাগত জানান। পরে, আবার ট্রেনটি চিলাহাটিতে ফিরে আসে।
এর মধ্যদিয়ে দুই দেশের রেল যোগাযোগ আরও এক ধাপ বাড়ছে বলে মনেকরছেন সংশ্লিষ্টরা। আগামী বিজয় দিবসে চিলাহাটি ও হলদিবাড়ি রুটে পণ্যবাহী ও স্বাধীনতা দিবসে যাত্রীবাহী ট্রেন চলাচলের সম্ভাবনা রয়েছে বলে জানান জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী।