চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা এক হাজার ছাড়ালো। গেল ২৪ ঘন্টায় এ জেলায় নতুন করে আরও ১৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৫ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৫২৬ জন ও মারা গেছেন ২১ জন।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান জানান, গত ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগে ৩১ জনের নমুনা ফলাফল এসেছে। এর মধ্যে ১৮ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।
জেলায় মোট আক্রান্ত করোনা রোগীর মধ্যে সদর উপজেলায় ৫২৮ জন, আলমডাঙ্গা উপজেলায় ২০৪ জন, দামুড়হুদায় ১৭৫ জন এবং জীবননগর উপজেলায় ১০৮ জন।