কুমিল্লার চৌদ্দগ্রামে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মো. সাগর (২২) নামে এক যুবককে চৌদ্দগ্রাম থানা পুলিশ গ্রেপ্তার করেছে।
আজ মঙ্গলবার দুপুরে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত যুবক উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আমানগণ্ডা গ্রামের জামাল উদ্দিনের ছেলে।
জানা গেছে, মো. সাগর পার্শ্ববর্তী বাড়ির দুই সন্তানের জননী গৃহবধূর গোপন ভিডিও ধারণ করে ভয়ভীতি প্রদর্শন করে দীর্ঘদিন যাবত ধর্ষণ করে। এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে আজ মঙ্গলবার চৌদ্দগ্রাম থানায় মো. সাগরকে আসামি করে মামলা করে। পরে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। আটককৃত সাগর আমানগণ্ডা আদর্শ উচ্চ বিদ্যালয়ের দপ্তরি বলে জানা গেছে।