নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ৫ নং ওয়ার্ডের চতুরপুর থেকে তর্ত্তীপুর পর্যন্ত বিভিন্ন মোড়ে ও বাড়িতে গণসংযোগ করা হয়েছে। এ সময় লিফলেট বিতরণ করা হয়।
বৃহস্পতিবার বিকেলে শিবগঞ্জ উপজেলা ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহিল বাকির নেতৃত্বে আসন্ন শিবগঞ্জ পৌর সভার নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব সৈয়দ মনিরুল ইসলামের পক্ষে গণসংযোগ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক বিকাশ, শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্লাটিনা জুবলি রজনী হাসান, শিবগঞ্জ পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নিরব হৃদয়।
শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক শামীম, শিবগঞ্জ পৌর ছাত্রলীগের উপ তথ্য প্রযুক্তি সম্পাদক ডালিম, দুর্লভপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক পলাশ, পাঁকা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আশিকসহ অন্যরা। – কপোত নবী।