ads
বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫, ১০:১৫ অপরাহ্ন

ছেলের ঝুলন্ত মৃতদেহ দেখে মায়ের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৯ মে, ২০২০
  • ২৬ বার পঠিত
নওগাঁ জেলা-যুগান্তর

ছেলের ঝুলন্ত মৃতদেহ দেখে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন মা।
নওগাঁর রাণীনগরে ছেলের ঝুলন্ত মৃতদেহ দেখে হৃদরোগে আক্রান্ত হয়ে মায়ের মৃত্যু হয়েছে। শনিবার সকালে এই ঘটনা ঘটে।

নিহত আসলাম হোসেন (৩৫) বিদেশ ফেরত রাণীনগর উপজেলার গনা ইউনিয়নের পিরেরা গ্রামের মৃত আব্দুস সালাম ছেলে। তার মায়ের নাম রাশেদা বেগম।

পুলিশ জানায়, আসলাম হোসেন বিদেশে থাকতেন। বিদেশ থেকে আসার পর মা ও ছেলে ওই বাড়িতে বসবাস করতেন। বাড়িতে আশার পর থেকে আসলাম মানসিক সমস্যায় ভুগছিলেস। আজ সকালে মা তার শোবার ঘরে গিয়ে ছেলের ঝুলন্ত মৃতদেহ দেখতে পান। ছেলের ঝুলন্ত মৃতদেহ দেখে মা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ জহুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মা ও ছেলের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102