ছেলের ঝুলন্ত মৃতদেহ দেখে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন মা।
নওগাঁর রাণীনগরে ছেলের ঝুলন্ত মৃতদেহ দেখে হৃদরোগে আক্রান্ত হয়ে মায়ের মৃত্যু হয়েছে। শনিবার সকালে এই ঘটনা ঘটে।
নিহত আসলাম হোসেন (৩৫) বিদেশ ফেরত রাণীনগর উপজেলার গনা ইউনিয়নের পিরেরা গ্রামের মৃত আব্দুস সালাম ছেলে। তার মায়ের নাম রাশেদা বেগম।
পুলিশ জানায়, আসলাম হোসেন বিদেশে থাকতেন। বিদেশ থেকে আসার পর মা ও ছেলে ওই বাড়িতে বসবাস করতেন। বাড়িতে আশার পর থেকে আসলাম মানসিক সমস্যায় ভুগছিলেস। আজ সকালে মা তার শোবার ঘরে গিয়ে ছেলের ঝুলন্ত মৃতদেহ দেখতে পান। ছেলের ঝুলন্ত মৃতদেহ দেখে মা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ জহুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মা ও ছেলের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।