ads
শনিবার, ২১ জুন ২০২৫, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম
বেদখল খাসজমি উদ্ধারে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ ভূমি উপদেষ্টার বান্দরবানের লামায় সেনাবাহিনীর অভিযান, ৯ সন্ত্রাসী আটক দিনাজপুরের চিরিরবন্দরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু শ্রীবরদীতে মাছের ঘেরে ২ শিশুর মরদেহ, দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড! যাত্রীবাহী গাড়ি আটকে ডাকাতি, হামলায় সিএনজি অটোচালক ও গাড়িচাপায় ডাকাতের মৃত্যু জুলাইয়ে আসছে জয়া আহসানের নতুন সিনেমা ‘ডিয়ার মা’ সংসদের উচ্চকক্ষ-নিম্নকক্ষের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তাব দিয়েছে নুর সিলেট সীমান্তে ১ কোটি ৭৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ `দিনে বিএনপি- রাতে আওয়ামী লীগ আর নয়’ ৬ বছর পর এশিয়ান আর্চারিতে সোনা জিতল বাংলাদেশ

জনবান্ধব পুলিশিং কার্যক্রমে সারাদেশে মডেল থানা হবে বগুড়া সদর -ওসি হুমায়ুন কবির

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০
  • ২৬ বার পঠিত

সঞ্জু রায়, বগুড়া জেলা প্রতিনিধি: বাংলাদেশ পুলিশের কর্ণধার আইজিপির নির্দেশে এবং জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম (বার) এর নেতৃত্বে বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে মানুষের দোড়গোঁড়ায় পুলিশিং সেবা পৌঁছে দিয়ে সারাদেশের মাঝে বগুড়া সদর থানাকে মডেল হিসেবে গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর। সেই সাথে বগুড়া সদরকে অপরাধমুক্ত করতে তিনি সকল জনসাধারণের আন্তরিক সহযোগিতাও কামনা করেছেন।
নুনগোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলীম উদ্দিনের সভাপতিত্বে শুক্রবার বিকেলে বগুড়া সদরের নুনগোলা ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা ও স্বাস্থ্যবিধি মেনে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলি বলেন। সভায় সদর ওসি হুমায়ুন কবির আরো বলেন, ছোট ছোট সমস্যায় থানায় আসার প্রয়োজন নেই, পুলিশ সদস্যরা এলাকাভিত্তিক আপনাদের সেবা পৌঁছে দিবে। অপরাধ দমনে শুধু সকলকে তিনি তথ্য দিয়ে সহযোগিতার জন্যে আহ্বান জানান। এছাড়ও জরুরী সেবা গ্রহণের লক্ষ্যে ৯৯৯ এ যেকোন সময়ে টোল ফ্রি কল দেওয়ার মাধ্যমে সেবা গ্রহণেরও কথা বলেন এই কর্মকর্তা। দিন-রাত ২৪ ঘন্টা যেকোন প্রয়োজনে তার সাথে সরাসরি যোগাযোগেরও খোলা আহ্বান জানান ওসি হুমায়ুন।
বিট ইনচার্জ সদর থানার এস.আই আব্দুল গফুরের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর থানার ওসি (অপারেশন এন্ড কমিউনিটি পুলিশিং) হাসান আলী, ইউপি প্যানেল চেয়ারম্যন এসএম বেলাল হোসেন বিজয়, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহিদুর রহমান এবং সাধারণ সম্পাদক বদরুল আলম। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত এস.আই নূর আমিন, সহকারী বিট ইনচার্জ এ.এস.আই মাসুদ রানা, ইউনিয়নের সকল ইউপি সদস্য, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ এলাকার শত শত মানুষ। সভা পরবর্তী বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বগুড়া সদর থানার ওসি হুমায়ুন কবির।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102