কক্সবাজারের উখিয়ায় বড় ভাইয়ের উপর্যুপরি দায়ের কোপে ছোট ভাই নিহত হয়েছেন। উপজেলার রুমখা পালং মনির মার্কেট এলাকায় শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড হয়েছে বলে জানা গেছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্জিনা আকতার জানান, বিরোধের জের ধরে বড় ভাই মোরশেদ কবির রিপন (৪০) ধারালো দা দিয়ে প্রকাশ্যে ছোট ভাই রায়হান কবিরকে (২৫) কুপিয়ে হত্যা করেছে বলে এলাকাবাসীর অভিযোগ।
এলাকাবাসী হত্যাকাণ্ডে জড়িত বড় ভাইকে ঘরে আটকিয়ে পুলিশকে ডেকে এনে তুলে দেয়। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।