জয়পুরহাটের কালাইয়ে স্বাস্থ্যবিধি না মানায় একটি ডায়াগনস্টিক সেন্টার, একটি ফার্মেসি, একটি ব্যবসা প্রতিষ্ঠান ও তিনজন পথচারীকে মোট ৫৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৬ আগস্ট) দুপুরে জয়পুরহাটের কালাই উপজেলার মোলামগাড়ী বাজারে পৃথক প্রতিষ্ঠানে এ অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।
জানা গেছে, মোলামগাড়ী বাজারে দীর্ঘদিন থেকে মা ডায়াগনস্টিক সেন্টারের কোনো ধরনের স্বাস্থ্যবিধি না মেনেই পরীক্ষা-নিরীক্ষার কাজ চলছিল। এ ঘটনায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানাসহ একটি মামলা দায়ের করা হয়েছে।
এ সময় ওই বাজারে একটি ব্যবসা প্রতিষ্ঠানে ট্রেড লাইসেন্স না থাকা, একটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া এবং তিনজন পথচারী মাস্ক ব্যবহার না করায় আরো ছয় হাজার টাকা এবং পাঁচটি মামলা দায়ের করেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও কালাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোবারক হোসেন পারভেজ, কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার আশিক আহমদ জেবাল বাপ্পি, মেডিকেল অফিসার ডাক্তার মাহমুদুর রহমান এ অভিযান চালায়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও কালাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোবারক হোসেন পারভেজ বলেন, মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য রাখা, অবহেলা, দায়িত্বহীনতা বা অসতর্কতা দ্বারা সেবা গ্রহীতার অর্থ, স্বাস্থ্য বা জীবনহানি ঘটানোর সম্ভাবনা সৃষ্টি করা এবং ট্রেড লাইসেন্স না থাকা সর্বোপরি স্বাস্থ্যবিধি না মানার কারণে মা ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকাসহ মোট ৬টি মামলায় ৫৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।