মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের পুর্ব গাছবাড়িয়া এলাকায় আইয়ুব আলি বেপারী (৫৫) নামে এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, তাকে রাতের আঁধারে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় লাশ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ। নিহত আইয়ুব একই এলাকার মৃত্যু জবেদ আলি বেপারীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে আইয়ুব আলি মাছ ধরার জন্য বাড়ির পাশে জলাশয় যায়। এরপর ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুজি করে জলাশয়ে তার লাশ পায়। সোমবার রাতে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতের স্ত্রীর দাবি, কেউ আইয়ুবকে রাতের আঁধারে পিটিয়ে হত্যা করেছে।
মাদারীপুর সদর থানার ওসি কামরুল হাসান বলেন, ময়নাতদন্তের পরে বিস্তারিত বলা যাবে।