জামালপুরে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসকদের ওপর হামলার সুষ্ঠু বিচার দাবিতে দ্বিতীয় দিনের মত চিকিৎসকদের কর্মবিরতি চলছে।
চিকিৎসকরা কর্মবিরতি পালন করায় চরম ভোগান্তিতে পড়েছেন রোগী ও স্বজনরা। জামালপুর জেনারেল হাসপাতাল ও জেলার সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বেসরকারি হাসপাতালগুলোতে এই কর্মবিরতি পালন করছেন চিকিৎসকরা। তবে, জরুরি সেবা চালু থাকলেও অন্যান্য সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন অনেক রোগী।
গেল শুক্রবার জামালপুর জেনারেল হাসপাতালে অক্সিজেনের অভাবে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসক ও রোগীর স্বজনদের মধ্যে সংঘর্ষে দুই চিকিৎসকসহ পাঁচজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করলে সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাও আহত হয়। পরবর্তীতে কর্মস্থল নিরাপদ করা ও দোষীদের বিচারের দাবিতে রবিবার সকাল থেকে কর্মবিরতি শুরু করেন চিকিৎসকরা।