‘মুজিববর্ষের আহবান, যুব কর্মসংস্থান’ এই স্লোগানকে সামনে রেখে জামালপুরে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
আজ রবিবার দুপুরে শহরের যুব প্রশিক্ষণ কেন্দ্রে দিবসটি উপলক্ষে আলোচনা সভা, ঋণের চেক বিতরণ, সনদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন। এছাড়াও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান, যুব উন্নয়নের উপ-পরিচালক এনায়েত করীম, সমাজকর্মী সৈয়দ আতিকুর রহমান ছানা, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম.এ জলিল, নারীনেত্রী শামীমা খান প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা যুবদের প্রশিক্ষণ নিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টি করে নিজেদের পাশাপাশি আরও অনেকের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে এগিয়ে আসার আহ্বান জানান।
পরে ৪০ জন যুব মহিলা ও পুরুষের মাঝে ৪ লাখ ৮০ হাজার টাকার ঋণের চেক ও বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়।