জামালপুরে ২টি তক্ষকসহ ৫ কারবারিকে আটক করেছে জামালপুর র্যাব-১৪। শুক্রবার (২৫ ডিসেম্বর) বিকালে শেরপুর ও বকশীগঞ্জ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
ওইদিন রাত ৭টায় জামালপুর র্যাব-১৪ কার্যালয় থেকে সাংবাদিকদের জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকাল ৪টায় শেরপুর সদর উপজেলার নওহাট্টা এলাকার একটি চাল কলের সামনের পাকা রাস্তায় র্যাব সদস্যরা অভিযান পরিচালনা করে ১টি তক্ষকসহ শামীম মিয়া (৪০), জুবাইদুল ইসলাম (৩৫), মো.আব্দুল মতিন মুন্সী (৬০) এবং মো.রানা (৩০) নামে ৪তক্ষক কারবারিকে আটক করে।
এ সময় একটি প্রাইভেট কার, ৫টি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়।
এদিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলার বকশিগঞ্জ উপজেলার নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে আরো ১টি তক্ষকসহ ১ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে শেরপুর সদর থানায় ও বকশিগঞ্জ থানায় র্যাব বাদী হয়ে বন্য প্রাণী আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।