জীবিত আসামিকে মৃত দেখিয়ে চার্জশিট থেকে বাদ দেয়ার ঘটনায় চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনারকে অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম ওসমান গণি এ আদেশ দেন। এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা ও বায়েজিদ থানার উপপরিদর্শক দীপংকর রায়কে শোকজ ও স্বশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয় আদালত।
২০১৯ সালে ১লা সেপ্টেম্বর বায়েজিদ আমিন জুট মিল এলাকায় পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে মারা যায় কিশোর জয়নাল। কিন্তু বায়েজিদ থানার আরেকটি মামলায় জীবিত আসামি জয়নালকে মৃত দেখিয়ে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করে অভিযোগপত্র জমা দেয়া পুলিশ। এই ঘটনার পর বায়েজিদ থানার উপপরিদর্শক দীপংকর রায়কে সাময়িক বরখাস্ত ও বিভাগীয় মামলা দেয়ার সুপারিশ করা হয়।