লালমনিরহাটে কোরআন অবমাননার গুজব তুলে জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে তিন মামলায় ২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গোয়েন্দা পুলিশ জানায়, গেল রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরো পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, দুপুরে গ্রেপ্তারকৃতদের মধ্যে নতুন করে আরো চারজনের পাঁচদিনের রিমান্ড আবেদন করা হয়েছে। আদালত আগামীকাল শুনানির দিন নির্ধারণ করেছেন। পাটগ্রামে শহীদুন্নবী জুয়েলকে পিটিয়ে হত্যার ঘটনায় নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকশ’ জনকে আসামি করে তিনটি মামলা করা হয় পাটগ্রাম থানায়।
বৃহস্পতিবার লালমনিরহাটের পাটগ্রামে কোরআন অবমাননার গুজব রটিয়ে শহীদুন্নবী জুয়েলকে গণপিটুনি দিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়।