মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, জেলা প্রতিনিধি, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে জেলা সদরে বিভিন্ন স্থানে মাস্ক বিতরণ করা হয়েছে।
৩ অক্টোবর শনিবার বিকাল ৩ঘটিকায় দৈনিক বাংলার দিন পত্রিকার কার্যালয়ের সম্মুখ থেকে মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সভাপতি বকশি ইকবাল আহমদ ও জেলা সাংবাদিক ফোরামের উপদেষ্টা বিশিষ্ট লেখক ও গবেষক এডভোকেট আবু তাহেরের নেতৃত্বে মাস্ক বিতরন ও করোনা সচেতনতা বৃদ্ধি কার্যক্রম শুরু হয়।
শহরের পুরাতন হাসপাতাল সড়ক, সিকান্দর আলী সড়ক, কুদরত উল্লাহ সড়ক হয়ে পশ্চিমবাজার পর্যন্ত এর আশাপাশের ব্যবসা প্রতিষ্ঠানের মালিক কর্মচারী, পথচারী, রিকশা চালক, ভ্যান চালক ও সকল ব্যবসায়ীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
এসময় সকলকে করোনা ভাইরাস মোকাবেলায় মাস্কের গুরুত্ব ও সচেতনতা বৃদ্ধির লক্ষে সবাইকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা এবং বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যকরী প্রদক্ষেপ ও নির্দেশনা সম্পর্কে জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক এবং প্রকাশক বকশি ইকবাল আহমদ আলোকপাত করেন।
করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষে মাস্ক বিতরণে প্রতিক্রিয়া ব্যক্ত করে মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের উপদেষ্টা বিশিষ্ট লেখক ও গবেষক এডভোকেট আবু তাহের বলেন, সারা বিশ্বে করোনা ভাইরাসে অসংখ্য মানুষ মৃত্যু বরণ করেছে। আমাদের দেশেও এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে অনেকেই মারা গেছে। অনেকে আক্রান্ত হয়ে আবার সুস্থ হচ্ছেন। বৈশ্বিক এ মহামারির প্রকোপে অন্যান্য দেশের ন্যায় আমাদের দেশও ভাইরাস মোকাবেলায় সর্বোচ্চ চেষ্টা করছে।
তিনি আরো বলেন, করোনা মোকাবেলায় সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা, সামাজিক সংগঠন অনেক কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরাম করোনা ভাইরাস প্রাদুর্ভাব শুরু লগ্ন থেকে ভাইরাস প্রতিরোধে ও সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। যা অবশ্যই প্রশংসার দাবী রাখে।
মাস্ক বিতরন ও সচেতনতা বৃদ্ধিতে উপস্থিত ছিলেন জেলা সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম সেফুল।
আরো উপস্থিত ছিলেন জেলা সাংবাদিক ফোরামের এড. সেকুল তালুকদার, দুরুদ আহমদ, বেলাল তালুকদার, শাহনেওয়াজ চৌধুরী সুমন, মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, জাকির আহমদ, হুমায়ুন রহমান বাপ্পী, রুমান আহমদ, মেরাজ আলী, ফজুলর রহমান , মোঃ আজগর আলী প্রমুখ।