ads
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৩:৫৫ অপরাহ্ন

জেলেদের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির মাছ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২০
  • ৮ বার পঠিত

বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির একটি মাছ। মাছের মুখের দিক গোলাকৃতির। দেখতে টিয়া পাখির মতো। এটির ওজন দুই কেজি। মাছটি এফবি মায়ের দোয়া ট্রলারের মনির মাঝির জালে ধরা পড়ে। এর বৈজ্ঞানিক নাম Scaridae cetoscarus।

স্থানীয়ভাবে মাছটি প্যারট ফিশ বা টিয়া মাছ বা নীল তোতা নামে পরিচিত। মাছটি ভারত মহাসাগরে বেশি পাওয়া যায়। তবে দক্ষিণ চীন সাগরের ফিলিপাইন উপকূল পর্যন্ত এর বিচরণ রয়েছে বলে মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে।

মনির মাঝি জানান, গত বুধবার সকালে সাগরে ইলিশ ধরার জন্য জাল ফেলেছিলেন। পরে জাল উঠানো হলে ইলিশ মাছের সঙ্গে এই মাছটিও উঠে আসে। পরদিন বৃহস্পতিবার বিকেলে কলাপাড়া উপজেলার মহিপুর মৎস্য বন্দর আড়ৎ ঘাটে যান তিনি। পরে মাছটি আড়ৎ মালিককে উপহার দেওয়া হয়েছে বলে জানান মনির মাঝি।
মৎস্য ব্যবসায়ী ও কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি দিদার উদ্দিন আহমেদ মাসুম বলেন, মাছটি পাওয়ার পর আড়তে বরফ দিয়ে রেখেছিলাম। শুক্রবার বিকেলে মাছটি খাওয়ার জন্য বাসায় নিয়ে যাই। খেতে খুব সুস্বাদু ছিল।

মাছটির বিষয়ে বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের ‘সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ’ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মো. কামরুল ইসলাম বলেন, এ ধরনের ৯৫ প্রজাতির মাছ রয়েছে। বাসস্থান ও খাদ্য আহরণের জন্য এরা রকি বা পাথুরে দ্বীপ, কোরাল রিফ এবং শক্ত তলদেশযুক্ত সামুদ্রিক অঞ্চলে বসবাস করে।

পাথরে জন্মানো শৈবাল খাদ্য হিসেবে পছন্দ করে এই প্রজাতির মাছ। মাছটি বিচ্ছিন্নভাবে বঙ্গোপসাগরে এসে পড়েছে বলে ধারণা করা যাচ্ছে। তবে মাছটি খেতে সুস্বাদু। খাওয়ার বিষয়ে কোনো বিধিনিষেধ নেই বলেও জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৮
  • ১২:১২
  • ১৫:৫৬
  • ১৭:৩৬
  • ১৮:৫৩
  • ৬:৪৩
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102