রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা ও যমুনা নদীর মোহনায় মাছ ধরতে গিয়ে এক জেলের জালে ১২ কেজি ওজনের একটি আইড় মাছ ধরা পড়েছে। এ সময় মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় জমান।
পরে মাছটি স্থানীয় শাজাহান মিয়ার মৎস্য আড়তে নিয়ে ২ হাজার টাকা কেজি দরে ২৪ হাজার টাকা বিক্রি করা হয়েছে।
জানা গেছে, সোমবার (২৮ ডিসেম্বর) ভোরে পদ্মা ও যমুনা নদীর মোহনায় মাছ ধরতে যায় কেসমত হালদার নামে এক জেলে। এ সময় তার জালে ১২ কেজি ওজনের একটি আইড় মাছ ধরা পড়ে। পরে মাছটি ফেরিঘাটের আড়তে নিয়ে আসেন ওই জেলে। এমন খবর পেয়ে স্থানীয়রা সেখানে ভিড় জমান। পরে মাছটি এক ব্যবসায়ী কিনে নেন।
মৎস্য আড়তের মালিক শাজাহান মিয়া জানান, মাছটি ডাকের মাধ্যমে ১ হাজার ৮০০ টাকা কেজি দরে ২১ হাজার ৬০০ টাকায় কিনে নেওয়া হয়। পরে সেটি ২ হাজার টাকা কেজি দরে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ২৪ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।