ads
রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:০৭ অপরাহ্ন

জয়নাল হত্যা: বিভাগীয় মামলার সম্মুখীন হচ্ছেন সেই তদন্ত কর্মকর্তা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০
  • ১৪ বার পঠিত
এসআই দীপংকর চন্দ্র রায় (বামে) স্কুলছাত্র জয়নাল (ডানে)

সন্ত্রাসী জয়নালের পরিবর্তে স্কুলছাত্র জয়নালকে ধরে নিয়ে ‘বন্দুকযুদ্ধে’ হত্যা ও মামলা থেকে সন্ত্রাসী জয়নালকে আড়াল করার ঘটনায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) শুরু হয়েছে তোলপাড়। মামলার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে সিএমপির একাধিক সূত্র।

জানা গেছে, সম্প্রতি বিষয়টি উচ্চ আদালতের নজরে আনেন আইনজীবী শিশির মনির। পরে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চ এ বিষয়ে আদেশ দেন। এতে বলা হয়- মামলাটি যেহেতু নিম্ন আদালতে বিচারাধীন রয়েছে, তাই আগামী ৬ অক্টোবর নিম্ন আদালতের শুনানির ওপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নেবে উচ্চ আদালত।

আইনজীবী শিশির মনির বলেন, একজনের নামের কারণে আরেকজনকে ধরে নিয়ে ‘বন্দুকযুদ্ধে’ হত্যা কোনোভাবেই কাম্য নয়। নিহত জয়নাল একজন স্কুলছাত্র। তার সুন্দর ভবিষ্যতেকে গলা টিপে হত্যা করা হয়েছে। বিষয়টি উচ্চ আদালতের নজরে আনা হয়েছে। আশাকরি আদালত কঠোর ব্যবস্থা নেবে।

এসআই দীপংকর চন্দ্র রায় (বামে) স্কুলছাত্র জয়নাল (ডানে)

সিএমপির নবনিযুক্ত কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর বলেন, বিষয়টি শুনেছি। এটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে এ ঘটনায় কারো অবহেলা কিংবা সম্পৃক্ততা পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

২০১৮ সালের ৩ নভেম্বর নগরীর বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ পাহাড়িকা আবাসিক এলাকার শাহ আলমের বাসায় ঢুকে তার ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালায় সন্ত্রাসী জয়নালসহ বেশ কয়েকজন। এ ঘটনায় জয়নালকে দুই নম্বর আসামি করে সাতজনের নামে মামলা করেন শাহ আলম।

ওই ঘটনার প্রায় ১০ মাস পর ২০১৯ সালের ১ সেপ্টেম্বর স্কুলছাত্র মো. জয়নালকে আটক করে বায়েজিদ টেক্সটাইল ইনস্টিটিউটের সামনের মাঠে অস্ত্র উদ্ধার অভিযানে যায় পুলিশ। সেই অভিযানে ‘বন্দুকযুদ্ধে’ জয়নালের মৃত্যু ও ঘটনাস্থল থেকে একটি দেশীয় এলজি, কিরিচ ও চারটি গুলির খোসা উদ্ধার করা হয়। একইসঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এসআই গোলাম মোহাম্মদ নাসিম হোসেন ও কনস্টেবল মাসুদ রানা আহত হন বলে দাবি করে পুলিশ।

আসামি সন্ত্রাসী জয়নালকে ‘বন্দুকযুদ্ধে’ মৃত দেখিয়ে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। এরপর একই বছরের ১৫ অক্টোবর শুনানি শেষে চার্জশিট আমলে নিয়ে সন্ত্রাসী জয়নালকে মৃত ধরে মামলা থেকে অব্যাহতি দেয় আদালত। এভাবেই চলছিল মামলার কার্যক্রম।

চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি আইনজীবীর মাধ্যমে আদালতে হাজিরা দাখিল করেন আসামি সন্ত্রাসী জয়নাল (পুলিশ যাকে মৃত দেখিয়েছে)। এরপরই নতুন মোড় নেয় মামলাটি। বেরিয়ে আসে স্কুলছাত্র জয়নালকে মেরে সন্ত্রাসী জয়নালকে চার্জশিট থেকে বাদ দেয়ার চাঞ্চল্যকর তথ্য। এ ঘটনায় ১ সেপ্টেম্বর ওই মামলার তদন্ত কর্মকর্তা বায়েজিদ থানার তৎকালীন এসআই দীপংকর চন্দ্র রায়কে সাময়িক বরখাস্ত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। বরখাস্তের আগে খুলশী থানায় কর্মরত ছিলেন তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১৯
  • ১২:১৬
  • ১৬:১৬
  • ১৭:৫৭
  • ১৯:১১
  • ৬:৩১
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102