ইমাম বিমান, ঝালকাঠি জেলা প্রতিনিধি; ” মুজিববর্ষের শপথ, সড়ক করবো নিরাপদ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে ” জাতীয় নিরাপদ সড়ক দিবস ” উৎযাপিত হয়েছে।
বৃহস্পতিবার ( ২২ অক্টোবর) সকাল ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠি জেলা প্রশাসন ও বি আর টি এ’ র আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ জোহর আলী। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঝালকাঠি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ নাবিল হোসেন, সনাকের সভাপতি হেমায়েত উদ্দিন হিমু, ঝালকাঠি জেলা বাস মালিক সমিতির সহ সভাপতি মোঃ আলমগীর হোসেন, জাতীয় মানবাধিকার কমিশন ঝালকাঠি জেলা শাখার সাধারণ সম্পাদক ও অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আবু সাঈদ খান, পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাদুর চৌধুরী, বিআরটিএ’র মোটরযান পরিচালক মোঃ মাহফুজ হোসেন, ট্রাফিক পুলিশ পরিদর্শক মোঃ হাবিবুর রহমান, নেছারাবাদ এন এস কামিল মাদ্রাসার শিক্ষার্থী মোঃ তৌহিদুল ইসলাম, ঝালকাঠি সরকারি কলেজের শিক্ষার্থী কানিস মিম প্রমুখ।
এ সময় নিরাপদ সড়ক চাই ঝালকাঠি জেলা শাখার প্রতিনিধি, আইন সৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, পরিবহন ও শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।