শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় পুকুরের পানিতে ডুবে আবু সোয়াইব নামে দেড়বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গত শুক্রবার বিকেলে উপজেলার নলকুড়া ইউনিয়নের দক্ষিণ ডেফলাই গ্রামে এ ঘটনা ঘটে। আবু সোয়াইব ওই গ্রামের কাঠমিস্ত্রি শাহীন তালুকদারের ছেলে।
গত শুক্রবার বিকেলে সোয়াইবের মা সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ ছেলেকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। এক পর্যায় বাড়ির সামনে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পায় তাকে। পরে পানি থেকে সোয়াইবকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।