ঝিনাইদহে করোনাভাইরাস সংক্রান্ত জেলা কমিটির পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে বিভাগীয় কমিশনার ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার, জেলা প্রশাসক সরোজ কুমার নাথসহ সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা করোনার সংক্রামণরোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি মানুষকে সচেতন করার লক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণের সিন্ধান্ত নিয়েছেন।