ঝিনাইদহ সদরের ডাকবাংলা পুলিশ ক্যাম্পের এএসআই রাম প্রসাদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
অপেশাদারি কাজের অভিযোগে গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) তাকে বরখাস্ত করা হয়।
ঝিনাইদহের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, গত ০৭ সেপ্টেম্বর সদর উপজেলার ডাকবাংলা বাজারে এএসআই রামপ্রসাদ মাদক উদ্ধারে অভিযান চালান। অভিযান চলাকালে এক মাদক ব্যবসায়ী ১ বোতল ফেনসিডিল ফেলে পালিয়ে যায়। সেসময় রামপ্রসাদ পাশে দাঁড়িয়ে থাকা এক কীটনাশক ব্যবসায়ীকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়ে এক জনপ্রতিনিধির কাছে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়।
বিষয়টি পুলিশ বিভাগের কর্মকর্তাদের নজরে এলে তারা রাম প্রসাদকে সাময়িক বরখাস্ত করেন। এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি বিষয়টি তদন্ত করছে বলেও জানান পুলিশ সুপার।