টাঙ্গাইলের মধুপুরে পারিবারিক কলহের জের ধরে ঘুমন্ত স্বামীকে কুপিয়ে বিষপান করেছেন স্ত্রী। আশঙ্কাজনক অবস্থায় স্বামী সুমন মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী সুমনের স্ত্রী সাবিনা বেগমকে আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে। রোববার ভোরে মধুপুর পৌর এলাকার দামপাড়ায় এ ঘটনা ঘটে। এ নিয়ে থানায় মামলা হয়েছে।
স্থানীয়রা জানান, মধুপুর দামপাড়ার আব্দুল মজিদের ছেলে সুমন মিয়া (২৮) ভাড়ায় মোটরসাইকেল চালান। তার স্ত্রী সাবিনা বেগম (২৫) কিছুটা মানসিক ভারসাম্যহীন। রোববার সকালে নিজের ঘরে ঘুমাচ্ছিলেন সুমন। পারিবারিক কলহের জের ধরে বটি দিয়ে ঘুমন্ত স্বামীকে কোপাতে থাকেন সাবিনা। মাথাসহ দেহের বিভিন্ন স্থানে তিন/চারটি কোপ দেন তিনি। সুমনের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে সুমনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখান থেকে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী সাবিনাকে আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখেন।খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে।
মধুপুর থানার ওসি তারিক কামাল জানান, সুমনের স্ত্রী সাবিনা বেগম ঘাস নিধনের বিষ পান করেন। পুলিশি সহায়তায় সাবিনাকে হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় সুমনের ভাই বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। চিকিৎসার পর আইনী ব্যবস্থা নেওয়া হবে বলে ওসি জানান।