টাঙ্গাইলের শহর বাইপাস রাবনায় বাসের চাপায় সিএনজি চালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। তারা একই পরিবারের সদস্য। এসময় আহত হয়েছেন অটোরিকশার চালক। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জেলার ভুঞাপুর উপজেলার বাসুদেপুর গ্রামের সোহরাব হোসেন, তার স্ত্রী ছালেহা বেগম, ছেলে আলামিন হোসেন ও ছেলের বউ শিউলি আক্তার। আলামিন ও তার স্ত্রী শিউলি আক্তার একই উপজেলার বদরোশিমুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন।
টাঙ্গাইলের এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ কামাল হোসেন জানান, আলামিন ভুঞাপুর থেকে অটোরিকশাটি ভাড়া করে মা, বাবা, ও স্ত্রীকে নিয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে যাচ্ছিলেন। রাবনা বাইপাস মোড় পার হওয়ার সময় বঙ্গবন্ধুসেতু থেকে আসা সৈকত পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। অপর চারজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরের দিকে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তিনজন মারা যান। অটেরিকশার চালক হাসপাতালে ভর্তি রয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।