ads
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১২:৪৩ পূর্বাহ্ন

টাঙ্গাইলে বীর মুক্তিযোদ্ধাকে হত্যা: গ্রেপ্তার ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২০
  • ১৭ বার পঠিত
টাঙ্গাইল

টাঙ্গাইলের বাসাইলে গ্রাম্য সালিশে বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ খাঁন (৬৫) কে হত্যা মামলায় দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ঘটনায় আজ নিহতের ছেলে হাবিব খাঁন বাদী হয়ে ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। পরে মোঠরা এলাকা থেকে লিটন (৪০) ও উজ্জল (৩৮) নামে দুই জনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, কয়েকদিন যাবৎ বীর মুক্তিযোদ্ধা লতিফ খাঁনের সাথে প্রতিবেশি আবু খাঁনের পরিবারের পুকুরের মাছ ধরা নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিষয়ে মিমাংশার জন্য শুক্রবার বিকালে স্থানীয় ইউপি সদস্য শাহজাহান খানের বাড়িতে সালিশি বৈঠকের আয়োজন করা হয়।

সালিশের এক পর্যায়ে কথা কাটাকাটির জেরে আবু খাঁনের পক্ষের লোকজন বীর মুক্তিযোদ্ধা লতিফ খাঁনকে পিটিয়ে ও গলাটিপে আহত করেন। পরে তাঁকে স্থানীয়রা উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরে মুক্তিযোদ্ধার ছেলে হাবিব খাঁন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। আজ শনিবার মামলার এজাহার ভুক্ত লিটন ও উজ্জলকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে।

হাবলা ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড সদস্য শাহজাহান খান বলেন, ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষকে নিয়ে সালিশ বসা হয়। এক পর্যায়ে দুই পক্ষই ক্ষিপ্ত হয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় দুই পক্ষেরই কয়েকজন আহত হয়। ওই বীর মুক্তিযোদ্ধাকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে তাঁর মৃত্যু হয়। ঘটনাটি অত্যান্ত দুঃখ জনক।’

এ ব্যাপারে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ খাঁন খুনের ঘটনায় বাসাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ মামলার আসামী দুই জনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকী আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে বলেও তিনি জানান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭
  • ১২:০১
  • ১৬:৩০
  • ১৮:২৬
  • ১৯:৪৩
  • ৫:৩৩
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102