ads
বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৫৫ অপরাহ্ন

টিকটক কিনতে মাইক্রোসফট ও ওয়ালমার্টের যৌথ উদ্যোগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০
  • ৪১ বার পঠিত

চীনা ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক কিনতে প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের সঙ্গে জোটবদ্ধ হওয়ার কথা জানিয়েছে মার্কিন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্ট।

ওয়ালমার্ট কর্তৃপক্ষ সংবাদ মাধ্যম বিবিসি’কে জানায়, টিকটক যেন যুক্তরাষ্ট্রে ব্যবসা পরিচালনা করতে পারে, সেজন্য মাইক্রোসফট আর ওয়ালমার্ট একসঙ্গে চুক্তিবদ্ধ হতে পারে টিকটকের সঙ্গে। প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্স টিকটকের উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের অংশ আড়াই থেকে ৩ হাজার কোটি ডলারের বিনিময়ে বিক্রি করতে চান।

ওয়ালমার্ট আর মাইক্রোসফট জানায়, মার্কিন সব নিয়মনীতি মেনে যুক্তরাষ্ট্রে টিকটক পরিচালনার জন্যেই সব ব্যবস্থা নেবে তারা। টিকটকের আমেরিকান অংশ মার্কিন কোম্পানির কাছে বিক্রির জন্য প্রতিষ্ঠানটিকে ৯০ দিনের সময় বেঁধে দিয়েছেন ট্রাম্প।

এর আগে ট্রাম্প অভিযোগ করেন, এই চীনা ইন্টারনেট ফার্ম মার্কিন নিরাপত্তার জন্য হুমকি। এ অ্যাপের ব্যবহারকারী ৮০ কোটি, যেখানে ১০ কোটিই মার্কিন নাগরিক। মার্কিনিদের ব্যক্তিগত সব তথ্য চীনা এই প্রতিষ্ঠানের কাছে রয়েছে বলেও অভিযোগ করেন ট্রাম্প।

এদিকে, নিরাপত্তার স্বার্থে ভারতেও বন্ধ করা হয়েছে টিকটক। দেশটিতে আরও অনেক চীনা অ্যাপও বন্ধ করা হয়েছে।

বাইটড্যান্স শুরুর দিকে এ ফার্মের মার্কিন অংশ বিক্রির পক্ষে সম্মতি না দিলেও পরবর্তীতে যুক্তরাষ্ট্রে ব্যবসা টিকিয়ে রাখতে বিক্রির সম্মতি জানায়। যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করা হয়েছে উইচ্যাটও। এদিকে, এ খবর প্রকাশের পর প্রায় সাড়ে ৪ শতাংশ বেড়েছে ওয়ালমার্টের শেয়ারের দর।

টিকটককে কেন ওয়ালমার্ট কিনে নিতে চায়, এ নিয়ে কৌতুহল সবার মাঝেই। ই-কমার্স প্রতিষ্ঠান ওয়ালমার্টের জন্য টিকটক একটি বড় প্লাটফর্ম হিসেবে কাজ করতে পারে। করোনা মহামারিতে অনলাইন কেনাকাটায় নির্ভরশীল হয়ে পড়েছে বিশ্বের উন্নত দেশগুলো। এদিকে, ওয়ালমার্টও চীনা অনলাইন প্রতিষ্ঠান অ্যামাজানের সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করছে। এরমধ্যে টিকটক প্লাটফর্ম হিসেবে কাজ করে লোকসানের মুখে পড়া ওয়ালমার্টকে লাভের মুখ দেখাতে পারে। টিকটকে ওয়ালমার্টের বিজ্ঞাপন দিয়েও আসতে পারে মুনাফা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৪
  • ১২:১৬
  • ১৬:১১
  • ১৭:৫১
  • ১৯:০৬
  • ৬:৩৭
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102