ads
সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১০:৪৮ অপরাহ্ন

টেলিভিশনে তামিল সিনেমা দেখতে না পারার ক্ষোভে স্ত্রীকে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০
  • ১৪ বার পঠিত

যশোরের কেশবপুর উপজেলার পাঁচবকাবড়শি গ্রামে টেলিভিশন দেখা নিয়ে বৃষ্টি নামে এক অন্ত:স্বত্ত্বা নারীকে গলা কেটে হত্যা করেছে তার স্বামী। আজ বৃহস্পতিবার সকালে নিজ ঘর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। একইসঙ্গে হত্যার অভিযোগে তার স্বামীকে আটক করা হয়েছে।

আটক সাইফুল ইসলাম মনা ওই গ্রামের আব্দুল খালেক সরদারের ছেলে।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন জানান, সাইফুল ইসলাম মনা আড়াই বছর আগে একই উপজেলার চিংড়া গ্রামের রফিকুল ইসলামের মেয়ে বৃষ্টি খাতুনকে বিয়ে করে। বিয়ের পর থেকে ছোটখাটো বিষয় নিয়ে তাদের মধ্যে গোলযোগ চলে আসছিল।

গতকাল রাতে টেলিভিশনে হিন্দি সিনেমা দেখা নিয়ে তাদের মধ্যে গোলযোগ হয়। বৃষ্টি হিন্দি সিনেমা দেখছিল। এ সময় তার স্বামী তামিল ডাবিং সিনেমা দেখার জন্য চ্যানেল পাল্টাতে বলে। বৃষ্টি রাজি না হওয়ায় একপর্যায়ে রাত ১২টার পর কোনও একসময় সাইফুল ইসলাম তার অন্তঃস্বত্ত্বা স্ত্রীকে গলাকেটে হত্যা করে। রাত দুইটার দিকে প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দেয়। রাতেই পুলিশ গিয়ে সাইফুল ইসলামকে আটক করে। এরপর আজ সকালে নিহতের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

ওসি আরও জানিয়েছেন, এ ঘটনায় সাইফুল ইসলাম মনার নামে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫১
  • ১২:১০
  • ১৬:২৭
  • ১৮:১৩
  • ১৯:২৬
  • ৬:০৩
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102