ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতি উপজেলার আনালিয়াবাড়ি এলাকায় ট্রাক-লরির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় ট্রাকচালক মারা গেছেন। আহত হয়েছেন আরো তিন জন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
বঙ্গবন্ধু পূর্ব থানার এসআই আব্দুল্লাহ বিন ছরোয়ার জানান, সকালে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি মালবাহী ট্রাক ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে অপর একটি তেলের লরির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক মারা যান।
এসময় আহত হন আরো ৩ জন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।
মরদেহ পুলিশ হেফাজতে রাখা রয়েছে। এখনো তার পরিচয় পাওয়া যায়নি।