ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের দুটি লিফট কয়েকদিন ধরে অকেজো হয়ে পড়ে আছে। এতে রোগীরা সিঁড়ি বেয়ে ওয়ার্ড পর্যন্ত পৌঁছাতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। আর কর্তৃপক্ষ বলছেন, লিফট মেরামতে ব্যবস্থা করা হচ্ছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানান, ১০০ শয্যার হাসপাতালটি গত বছরের অক্টোবর মাসে ২৫০ শয্যায় উন্নতি করা হলে ৭ তলা ভবনে রোগীদের স্থানান্তর করা হয়। এরপর থেকে মাঝে মাঝেই দেখা দেয় লিফটের সমস্যা। গত মঙ্গলবার আবারও হাসপাতালটিতে ৭ তলা ভবনে দুটি লিফট অকেজো হয়ে পড়ে।
ফলে হাসপাতালের ৫ তলায় মেডিসিন ওয়ার্ড ও ৪ তলায় সার্জারি ওয়ার্ডে রোগীদের সিঁড়ি বেয়ে পৌঁছাতে হচ্ছে ট্রলি কিংবা স্বজনদের ঘাড়ে ভর করে। এ অবস্থায় চরম ভোগান্তির শিকার হওয়ার পাশাপাশি রোগীকে ওয়ার্ড পর্যন্ত নিতে বাধ্য হয়ে অর্থ প্রদান করছেন স্বজনরা।
বহির্বিভাগের তথ্য অনুযায়ী, হাসপাতালটিতে গড়ে রোগী ভর্তি থাকছে চার শতাধিক। এদের মধ্যে মেডিসিন ও সার্জারি ওয়ার্ডে ভর্তি হয়ে শতাধিক রোগী নিয়মিত চিকিৎসা নিচ্ছে।
সদর উপজেলার রায়পুর ইউনিয়নের ভর্তি হওয়া রোগীর স্বজন তাহিরুল, আকচা ইউনিয়নের কাসেম ও রাণীশংকৈল উপজেলার দবিরুল ইসলাম জানান, হাসপাতালটির লিফট নষ্ট হওয়ার কারণে যারা চিকিৎসা নিতে আসছে, তারা চরম ভোগান্তির মধ্যে পড়ছে। সাধারণ সুস্থ মানুষ ৪-৫ তলা হেঁটে ওঠানামা করতে হাঁপিয়ে যাচ্ছেন।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. রকিবুল আলম জানান, হাসপাতালটির দুটি লিফট, দুটিই অকেজো হয়ে পড়েছে। লিফট মেরামতে গণপূর্ত বিভাগকে গত বৃহস্পতিবার লিখিতভাবে জানানো হয়েছে। রোগীরা ভোগান্তির শিকার হচ্ছে এটা সত্যি।