খুলনায় চাঁদাবাজ-ঠিকাদার গোলাগুলিতে আহত শিশু লামিয়ার সফল অস্ত্রোপচার হয়েছে। সকাল ১০টার দিকে খুলনা মেডিক্যালে সার্জারি ও অর্থোপেডিক দুই বিভাগের সমন্বয়ে অস্ত্রোপচার শুরু হয়। ঘণ্টাখানেক চলে লামিয়ার অপারেশন।
এদিকে ঠিকাদার ও চাঁদাবাজদের মধ্যে গোলাগুলির ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন- আবু সাঈদ, ইসমাইল মল্লিক, মেহেদী হাসান ও সাইফুল ইসলাম। গেল শুক্রবার নগরীর ২৭ নং ওয়ার্ডের মিস্ত্রিপাড়ায় ফিল্মি স্টাইলে চাঁদাবাজ ও ঠিকাদারের মধ্যে গোলাগুলির সময় পায়ে গুলিবিদ্ধ হয় শিশু লামিয়া আক্তার। এ ঘটনায় ঠিকাদার ইউসুফ আলী বাদী হয়ে চাঁদাবাজীর অভিযোগ এনে অজ্ঞাত ৪ জনের বিরুদ্ধে খুলনা থানায় মামলা করেন।