করোনার ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে প্রতারণার মামলায় জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরী ও প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফুল হক চৌধুরীসহ আট জনের বিরুদ্ধে মামলার বাদী মোহাম্মদ কামাল হোসেন আদালতে সাক্ষ্য দিয়েছেন।
আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারীর আদালতে এ সাক্ষ্য দেন। এ সময় সাক্ষ্য গ্রহণের জন্য পরবর্তী ৩রা সেপ্টেম্বর দিন ধার্য করেন আদালত।
গত ১৩ই আগস্ট মামলার নথি পাননি বলে আদালতে পাঁচ আসামি সময়ের আবেদন করেন। পরে আদালত সময়ের আবেদন মঞ্জুর করে ২০শে আগস্ট অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন।
গত ৫ই আগস্ট করোনার ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে প্রতারণার মামলায় ডা. সাবরিনা চৌধুরী ও আরিফুল হক চৌধুরীসহ আট জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত সংস্থা।